বার বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত রোজিনা ইসলাম একজন সত্যিকারের সৎ, পরিশ্রমি, কর্ত্বব্যনিষ্ঠ এবং পেশাদার সাংবাদিকের উদাহরন। যাকে রাষ্ট্রের সম্মানিত করার কথা তাঁকে আজ এই অসম্মান?
বাংলাদেশের সবচাইতে দুর্নীতি হয় যে খাতে সেই খাতের তদন্ত করতে গিয়ে ষরযন্ত্রমূলকভাবে আটক হলেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম। এ জন্য তাকে মামলার স্বীকার হতে হলো, শারীরিক হেনস্থার স্বীকার হতে হলো এবং পরিশেষে তাকে চোরের উপাধিটাও দেওয়া হলো। আর কি বাকি থাকলো। পুরো জাতির জন্য আজ এটি একটি চরম লজ্জাজনক দিন।যে ব্যাক্তি এতদিন সাংবাদিকতা পেশার মাধ্যমে দেশের বড় বড় রাঘববোয়াল চোরদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করে এসেছেন তাকে এবার আটক করা হলো সরকারি নথি চুরির অপরাধে। দেশের আইন ব্যাবস্থা ঠিক পথে চললে দুর্নীতির দায়ে যাদের আজ জেলে থাকার কথা তারাই এখন গলা টিপে হত্যা করতে চায় এদেশের গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে। কি বিচিত্র এই দেশ!!
দেশের আরো অন্য সবার মত আমিও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চাই এবং যারা তাঁকে অসম্মান করেছে, হেনস্তা করছে, বাকস্বাধীনতাকে গলাটিপে হত্যা করতে চাইছে এবং যারা আজ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ব্যাপারে সোচ্চার, তাদেরকেই গলাটিপে হত্যা করতে চাইছে সরকারের কাছে তাদেরও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
0 মন্তব্যসমূহ